কোন এক নদীর মৃত্যু হ'লে
বুকে জেগে থাকে ভূমিচর
উপকূল গান মোছে
গুল্মলতা শিকড়ের আচ্ছাদনে ।
অতীত হারানো পাগল পথিক
তৃষ্ণা খোঁজে পাড়ে
শীর্ণ দু'হাতে মাটির গন্ধ
খুঁড়ে চলে স্তর থেকে স্তরে
শুষ্ক মাটির সোঁদা আঘ্রাণে ।
ছোট্ট গহ্বরে নদীর ধার বেঁচে ওঠে
ক্ষীণ পাড় ভাঙ্গা শব্দে
উন্মাদ প্রেমিক কাঁদে -
জল ছোঁয়ার আনন্দে ,
দু'হাতের তলরেখা
প্রসারিত আঙ্গুলে নখবিন্দু
শিক্ত হতে থাকে,
বিনিদ্র স্বপ্নরাত
ভিড় করে অক্ষিগহ্বরে ।
পীড়িত শরীর রেখায় নদীছায়া খেলা করে
ধাত্রী বেলাভূমি ,চূর্ণী মাটির স্পর্শে
আগাছা গুল্মলতায় নীল ফুল দোল খায়
পাগল পথিক,
উন্মাদ প্রেমিক,
বিষন্ন কবি
কান পাতে পাড়ভূমিতে
প্রবাহ সঙ্গীতে বেজে ওঠে
তিন মানুষের অরন্য সুর
হৃদ্ গভীরে ......
"চল নদী
উজান ছাড়ি,
নুন মোহনার গাঙে..."