বিভিন্ন কবির কবিতা পাঠের উপকারিতাPost20150604033511
ভিন্ন কবির ভিন্ন চিন্তার প্রকাশ তার কবিতায় ।কত না অপূর্ব সেই শব্দের মালা ।যত পড়ি ততই ঋদ্ধ হই ।মনে লেখার তাগিদ আনুভব করি ।এমনও হয়েছে ,তা বলব কেন ,এখনও হয়ে চেলেছে ,কোন এক কবির কবিতায় আমার মন্তব্যই দেখা গেল একটা কবিতার ভ্রূণ ।কবি এবং অবশ্যই কবিতার এমন এক দেখা সাক্ষাতের ভূমি যে আমায় কত উর্বর কবেছে তা শব্দে প্রকাশ করা সাধ্যাতীত ।শুধু মাত্র অনুভবের উষ্ণতায় তা দৃষ্টির মণিকোঠায় জমা থাকে ।কবিতা পাঠের এই পদ্ধতি উদ্ভাবন যাঁদের হাত ধরে তাঁদের অনেক অনেক ধন্যবাদ জানাই ।যেতে যেতে বলি ,বেশী বেশী করে কবিতা পড়ুন ।এই অবসরে সকল কবি বন্ধুদের শুভেচ্ছা জানাই ।
আলোচনাটি ১৪১১ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ০৪/০৬/২০১৫, ০৪:১৩ মি: