সমস্ত জয় গভীরে লেখে উল্লাস
সব উল্লাস আঁকে তার রঙ ছবি
আবির উড়িয়ে কখনো রক্তে উচ্ছ্বাস
আগুন স্পর্ধা গোগ্রাসে গেলে সবই ।
আজও হার জিত সভ্য শাসন তন্ত্র
যন্ত্রগণকে সংখ্যার বেচা কেনা
গোষ্টি দ্বন্দ্বে আরক্ত ষড়যন্ত্র
বাঁচার স্বপ্নে কেবলি প্রবঞ্চনা।
গাঢ় নীল রঙে দাগী হয় তর্জনী
বুদ্ধির ঘরে কাটাকুটি খেলে সময়
গলির দেওয়ালে রাজপথে লেখা বাণী
হৃদকথনে কষ্ট জমাট সংশয় ।
প্রাচীন যুদ্ধে শক্তি ছিল তলোয়ার
শিক্ষিত হাতে প্রাণ পেত ধাতুখন্ড ,
গণ অস্ত্র নাচায় অধুনা দক্ষ খেলোয়ার
রিক্ত মানুষ বিষরাত আকন্ঠ ।।