তুই আমার স্বপ্নদান
দুধকলি ধানশীষ
কষ্টে রাখা জীবনপ্রাণ
শব্দ অর্হনিশ ,

মেঘদূতী তুই
জলডাক মন
ভুঁইচাঁপা জুঁই
জলজ প্রস্রবণ ,

শিশিরে তুই শিউলি
মাঠ ভেজা ঘ্রাণ
শাপলা কলি
সহস্র সন্ধান ...

তুই অবুঝ স্বপ্ন
ধূসর পদ্য
পথ হারানো
শাখাহীন ফুল সদ্যঃ...