‘মোদের গরব মোদের আশা
আমরি বাংলা ভাষা......’
আমার বাংলা ভাষা,
আমার ভালবাসা...,
ভাগ্যিস বাংলাদেশ হ’ল, বাংলার মান রাখলো
বাংলা ভাষাকে বিশ্বের দরবারে
রাষ্ট্রভাষার তরে মর্যাদা দিল।
ভাগ্যিস বাংলাদেশ হ’ল......
মুখের ভাষার তরে, বুকের রক্ত ঝরে
এমন নজির কোথা আছে বিশ্ব জুড়ে
মনের গভীরে
ভালবাসার তরে
একটি প্রদীপ জ্বালো
অশ্রু ঝরালো।
যে ভাষায় স্বপ্ন দেখি, যে ভাষায় ভাবতে শিখি
প্রাণের অনুভবে যে নামে তোমায় ডাকি ।
কুলুকুলু নদীর ধ্বনি, এ ভাষায় ছন্দে শুনি
শব্দের মায়া জালে, নক্সিকাঁথা বুনি
মায়ের কোলে
শেখা প্রথম মা ডাক
ভাষার মাকে চেনালো
ভাবের মুক্তি হ’ল......।।