মেঘ তাড়িত ধাত্রী আকাশ জলজ গর্ভিণী
আবিষ্ট করে নিদাঘ তৃষিত মাটি
শিক্ত ধূলিবিন্দু পুলক শয্যা গামিনী
নিবিড় আদরে আবেশ প্রাপ্তি ।
জলজীবী ওই গুলঞ্চফুলে নীহারমগ্নো কাল
মৃত ঝোরা পানিধারাপাতে নীরঋদ্ধ
জারজ স্মৃতি ছায়া স্নানে আবৃত গ্রন্থিজাল
গগন পীড়িত আলোবৃতে সমৃদ্ধ।
অ-গ্রামে এই জটিল জীবন তবুও ক্ষণ নিশ্চল
জলপদে পাখীদের ভেজা অবসর
প্লাবিত প্রণালী নদী স্মৃতিপটে কৈশর
কাগজ নৌক খেলায় থাকে শৈশব অবিচল ।
শব্দ ধারা বৃষ্টি দানায় আলাপেতে মেঘমল্লার
গৃহহীন ঝিঁঝিঁ কীট সঙ্গত শ্রবণে
ঋতুকাল ভাসে দূরগ্রামে নদী ভাঙ্গনে
বর্ষণ ধারাপাত, না ওকি ক্রন্দন হাহাকার !