বাসি ভালবাসা, বাসি ফুল ,বাসি খাবার
শরীর ও মনের পক্ষে ভীষণ ক্ষতিকারক
এই বলে কবিরাজ ন্যায়তীর্থানন্দ মহাশয়
তাঁর শতৌর্দ্ধ কোটরাগত চোখ তুল্লেন
এবং তাতে মরামাছের আঁশের মতন
পিচ্ছিল সতর্কতা ছিল ।
এই নিচু টালির অন্ধকার, শেকড় বাকড়
পুরোন গন্ধে মৌ মৌ ।
বিগত আশিটা বছর এখান থেকেই
লক্ষ্য করেছেন - বাসি ভালবাসা - বাসি ফুল
বাসি খাবার ।
ন্যায়তীর্থানন্দ আচার্য মহাশয় বলেন
ঐ পাতকুয়ার জল খেয়োনি গো অসতী হবে.........
ঐ ফুলের গন্ধ শুকোনি গো,
বীজপোকা ঢুকবে ঘ্রাণরন্ধ্রে.........
ঐ দিকে দেখোনি গো ভালবাসা মূর্চ্ছা যাবে
............ কবিরাজ হবেও বা কবির রাজা
অথবা রাজকবি ।
মাটিতে শেকড়ের রসে
প্রকৃতি প্রথম কবিতা লিখেছিল বলেই ......।।