ছড়ার সাথে যদি কিছু হাতে আঁকা কার্টুন আপলোড করা যেত তবে ছড়া আরো মজাদার হয়ে উঠতো।যদিও কবিতার আসরে ছড়া হচ্ছে কম ।আর একটা কথা কিছু কবিতা কখন যে গান হয়ে ওঠে তা এক মাত্র সুরকার পাঠকই বলতে পারেন ।তাই এমন কিছু বিষয় নিয়ে ভাবা যায় তো ভাল হবে ।পাঠক সুরকার নিজের কন্ঠে অথবা গায়ককে দিয়ে যন্ত্রানুসঙ্গে তা এম্.পি-৩ করে আপলোড করবেন ।এতে কবি অনেক বেশী উৎসাহ বোধ করবেন এবং আমরা ভালো বাংলা গান পাব যা ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে ।যেমন কবি সুকান্ত ভট্টাচার্যে -এর রানার বা ঠিকানা, অবাক পৃথিবী ইত্যাদি মহামান্য সুরকার এবং কবি সলিল চৌধূরী মহাশয়ের সুরের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে অনেকাংশে তা কবিতাকেও অতিক্রম করে গান হয়ে ওঠে ।
আলোচনাটি ৫৮৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২০/০৬/২০১৪, ১২:২৬ মি:
মন্তব্যসমূহComments
এখানে এপর্যন্ত ৫টি মন্তব্য এসেছে।