আলুথালু শয্যা
মশারির নিপাট ভাঁজ
কবে গেছে সরে
ক্ষীণ কলেবর বালিশের মাঝে
পড়ে থাকি
ঋতুমান বালিকার মতো ।
জীর্ণ কপাট গলে
চাঁদ হাসে
তবুও আগল তার আঁটোসাঁটো
এঁঠো পেয়ালায়
মরা মাছি আরশোলা
রেকাবিতে লাশফুল
জলদাগ কাগজকুচি
মেঝে থাকে ইঁদুরির হাতে
এ সবের সাথে বাঁচা
শৃগালের মতো ।