গাছটির সামনে গিয়ে দাঁড়াই
নরম কান্ডে ভোররোদ মাখামাখি
একহারা শরীরে কচি শাখা
হাত মেলে সবটুকু খুশি
মুঠোয় ধরে...
পাতা মেলে হাওয়া জল
নেয় শিশির বিন্দুতে ।
সে দেয় লাল ফুল ,
বাবরি করা পাপড়ি মেলে
কেশর দুলিয়ে তারা
কথা বলে, শিশুকথা...
আমার সাথে তার দূরত্ব
একবিঘৎ মাত্র ,
তবু তার অনুভবে
কোন কম্পন নেই
সে জানে আমি তার
অলংকার ছিঁড়়বো না
সে এও জানে ,
আমার পূজোয় কোন
ফুল থাকে না ।