তোমাকে নিয়ে ভাবি আমি
নির্জনে, নীরবে, নিঃশব্দে,
কখনও ব্যালকনিতে দাঁড়িয়ে
ঐ আকাশের দিকে তাকিয়ে।
মন চায় তখন
পাখির মত ডানা মেলে
ধূসর মেঘগুলোকে আলতোভাবে উড়িয়ে দিতে,
যেন তারা রংধনুর কাছথেকে সাতরঙ নিয়ে
উড়ে আসে তোমার কাছে, তোমায় রাঙ্গাতে।
কখনও মন চায় ঝড়ো হওয়ার মত
উড়ে এসে দোল দেই তোমার চুলে,
হারিয়ে যেতে চাই তোমার মৃদু স্পর্শের ছোঁয়ায়
কোন এক রুপকথার রাজ্যে।
কখনও ইচ্ছে করে মৌমাছির মত
এ ফুল থেকে সে ফুলে ঘুরে বেড়াতে,
ফুলের সুবাস নিয়ে ছড়িয়ে দিতে চাই তোমার চারিপাশ
যেন তুমি মুগ্ধ হয়ে ভাব শুধু আমাকে।