প্রশ্ন তোমার হয় যদি,
বামন হয়ে আকাশের চাঁদটাকে
কেন ধরতে চেয়েছ তুমি?
এতটুকুই বলব উত্তরে
বিধাতা তোমায় কত যতনে
দিয়েছে চাঁদের রূপ,
আর বাধ্য করেছে আমায়, বামন হতে।

তাই বলে কি এই অভাগারে
দেবে ফিরিয়ে দুয়ার থেকে,
এতটুকু ভালবাসা কেন
দিতে পারনা তুমি
আমার এই ভাঙ্গা ঝুড়িতে।

এবার যদি বল, তোমার মত অভাগা
চাইবে যে দিক
খাল-বিল, নদী-নালা
সবই যাবে শুকিয়ে,
তারপরও বলব এবার
বিশ্বাস করে একটি বার,
যদি রাখ চোখ এ চোখে
বুঝবে তখন, অশ্রু তোমার হারিয়ে গেছে
আমার উষ্ণ ভালবাসার ছোঁয়াতে ।