তুমি চলেত পথে, দেখোনা পাশে,
যদি থাকে কেউ প্রতীক্ষায়,
ডাকলে তোমায়, ডেকোনা তারে,
ঐ মায়াবী চোখের ইশারায়।
তুমি বলনা কথা অমন সুরে,
যা করো হৃদয়ে বাজে,
তুমি ভেবনা তারে আধো হেসে
যা দেখে সে নিজেকেই হারাবে।
তুমি পরোনা নূপুর ও পায়ে
হেটোনা সেই সুরে,
তুমি জাননা প্রিয়া
কখন, কার ঘুম যাবে ভেঙ্গ।
তাই দিয়োগো কাজল ও চোখে
নইলে নজর পরবে,
তুমি বেধগো খোঁপা ও চুলে
নইলে জাননা তুমি,
তোমার অজান্তে
আর কত জনকে যে
তুমি মায়ার বাধনে বাধবে।