ওহে সন্ধ্যা, তুমি কেন আসছ!
অন্ধকার নিরবতাকে সঙ্গে নিয়ে,
তোমার আগমনে দিনের শেষ আলোটুকু
ক্ষয়ে যাচ্ছে ঐ দিগন্তের শেষে।
পাখির সুর যা মুখরিত করেছে চারিদিক
রয়েছে তাতে শুধুই স্তব্ধতা,
মেঘগুলো তোমার রঙে রঞ্জিত হয়ে
ঢেকে দিচ্ছে আমার এ ধরা।
আমিতো ভালই আছি তোমায় ছাড়া,
গায়ছি গান সুরে সুরে,
বকুলের সুভাস দিয়েছে সেই স্পর্শ
নিয়েছে আমায় সেই দিনগুলোতে।
যেখানে আমারও ছিল কেউ কখনও,
দেখেছিলাম কত সুন্দর থেকে সুন্দরতম,
তবু বাধিনি এই ফ্রেমে
জানিনা কোন মায়ায়, বেধে আমায়,
দিয়েছিল হাজারও স্বপ্ন এ চোখে।
আমি ভুলতে না পারি সেই বাঁকা চাহনি,
ভুলতে না পারি সেই সুর,
যা দিয়েছিল এ মনে দোলা
বেজেছিল কত সুমধুর।
আজ মনে পরলেও তারে আর দেখিনা আমি
তবু দিনের বেশ কিছু সময় এভাবেই কাটে,
যে ভালবাসা দিয়ে ফিরিয়ে নিয়েছে সে
তা যে আমায় আজও তাড়া করে।
ওহে সন্ধ্যা, তুমি আসছ,
এসো তবে, প্রার্থনা এই হৃদয়ের,
একটুকু স্বস্তি দিয়ে দুঃখ আমার ঢেকে দাও
তোমার ঐ নিরব চাদরে।