মাগো, ও চোখ সিক্ত কেন অশ্রুতে,
মুছে ফেলো, চেয়ে দেখো,
তোমার কত সন্তান আজও আছে জেগে,
শত্রুর প্রতিটি আঘাতের জবাব দিতে ।
যাদের দৃষ্টি, বারবার ক্ষত বিক্ষত করেছে
তোমার আঙিনা,
যারা ছিনিয়ে নিতে চেয়েছে মোদের কন্ঠ,
তুমিতো দেখেছ মা,
স্তব্ধ করেছে তাদের কত শহীদের তাজা রক্ত।
যারা এই সবুজের বুকে,
বারবার দিয়েছে হানা,
তুমি কি দেখনি?
লক্ষ ফোঁটা রক্তের স্রোতে,
ভাসিয়েছি তাদের,
মুক্ত হয়ে, স্বাধীন আকাশে মেলেছি ডানা।
তবে ভয় কিসের মা,
মুছে ফেলো অশ্রু চোখের,
আমরা তোমার সেই হারানো ছেলে,
আজও আছি জেগে,
যখনিই হবে প্রয়োজন শুধু আদেশ করো।