রাতের পর প্রতীক্ষার ভোরের আলো
এই আলোতে যেন মুছে দুঃখ গ্লানিত কিছুটা কালো
আলো শুধু চারিদিকে আলো
বদনখানিতে শুষ্ক বানী ঘর উজ্জলতার আলো জ্বালো

এ যে কিসের! আলো
ফুলের ফুলকি আলো ফুটতে ঢালো
আলো যেন অদৃশ্য না হয়ে যায় কুয়াশায়
ভোরের আলো ফুটিবে মনে হিজল ভরসায়
মন যেন আলো থেকে সরে না যায় কদাকায়
খেয়াল রাখতে হবে মন ও হৃদয়ের কদমেয়।