"সোনালী স্মৃতিতে ফেরা"
কুয়েলার অধিকারী
জীবন এক ক্রমাগত অধ্যায়,
সোনালী দিনগুলো নিয়েছে বিদায়।
আজও মন সেদিনের দিনে ছুটে,
আজও তালগোল পাকিয়ে কিছু ঘটে।
তবে যেদিনের তালগোলও ছিল মিষ্ট,
আজকের সদৃঢ় নয় যে দৃষ্ট।
হয়তো পড়ে থাকা বাক্সের মতো ময়লাটে দিন,
সেদিনের দিনগুলো এখনো যে অমলিন।
দিন আসবে,দিন যাবে
পরমতৃপ্তি ভরা দিন কি আসবে?
আমি সেদিনের কথা বলেছি,
শৈশব পেরিয়ে,কৈশোর পেরিয়ে,
এখনও চোখ মেলিয়া দেখেছি,
হয়তো বাস্তবে নয় কল্পনায় ভেসেছি।
মন চাইলেই ফিরে পাবোনা বাস্তবে,
কেউ কি আমারে সেদিনে নিবে।
না পারবে না কেউ নিতে,
সমুদ্রের তীরে হারিয়ে গেলে হয়তো খুজে পাবে
তবে হারানো দিন খুজে পাবে না।