মরে গেছে স্বর্ণ উজ্জল দিনগুলো
ঘুমিয়ে আছে খাঁচার পিঞ্জরগুলো
জাগবে কি হৃদয়?
পৌছেছি যেন শূন্যে
করবে নাকি আমারে ধন্য।
এ বৃথা চিন্তা হৃদয় জুড়ে কাঁদায়
শুধু যেন কাঁদায়
গড়েছি যেন নতুন উপাধ্যায়।
নেত্রে জল হয়ে এলে
মরা স্মৃতি মনে পড়লে
বাঁধনহারা স্মৃতি হারিয়ে যদি যায়
আনন্দ কি মনে এসে বসে?
নাকি বিধাতা আমারে সাজা দেবে এই দোষে!
আমার বাঁধন যদি নিজেই ভেঙ্গে দেই
তখন আমি শূন্যতা খুঁজে পাই।
বাঁধন ছেড়ে গেলে হৃদয় জুড়ে কাঁদায়
জানো কি কে বাঁচায়?
এ জগতের ফুল,ফল ও পাখিসব মায়ায়
যদি আমি সেখানে জড়ালে
আটকে থাকবো হৃদয় মাঝার জুড়ে ইন্দ্রজালে
গাইব গুণগান নিত্যনতুনে
থাকিতে চায় এমন হাজার হাজার কাননে।