আকাশে নীলিমার ভীরে
এক টুকরো সাদা মেঘ যায় দূরে
পাখিরাও দিনশেষে ঘরে ফিরে।
মনে বাসনার কথা শুনবার পরে
সবাই বেঁচে থাকে অনেক প্রেরনার তরে।

তুমিও আসবে সেই তোমার গন্তব্যে
যখন পাখিরাও ঘরে ফিরে
হাসবে ভরসার বানীর মন্তব্যে।

এই প্রেরনার বেঁচে থাকতে চাইবে
স্বপ্নের গাঙচিল যখন ধরা দিবে
তখনি তো একরাশ মেঘ মুঠোবন্দি করতে পারবে।

রঙের মেলায় যখন ভাসবে
কবিরাও মিলবন্ধনের কবিতা লিখবে।
সঙ্গীতের শিল্পীরা কোকিল কন্ঠে গান গাবে
চিত্রশিল্পীরাও সবুজ প্রান্তর আঁকবে
আর পাখিরা মুক্ত বিহঙ্গে উরে
বেলাশেষে শান্তির বার্তা নিয়ে ঘরে ফিরে।