"অবশেষে পাওয়া"
             কুয়েলার অধিকারী

অবশেষে পাওয়া চাই আকাশ নীলের ছোঁয়া,
পাইনি যেন আকাশের ধূম্রজাল
আমাকে ঋনী করেছে তারাদের আলো দেওয়া
মনের মধ্যে সৃষ্টি হয়েছে বাগজাল।

কেননা মন বলেছে আকাশ ছুঁয়ে,
অবশেষে পাওয়া ললনার কাছে ভালোবাসা
আছে যেন তার কাছে এইটুকু আশা।

হে সুন্দরী ললনা করেছে আমায় চঞ্চল,
অবশেষে পাওয়া চাই সবকিছু ছেড়ে আকাশের নীল
পাগল করেছে আমাকে আকাশ ছোঁয়া ভালোবাসা
শীতল ঘাসে শুয়ে থাকা করেছে নেশা।

মুগ্ধ হয়ে থাকি চাঁদের চাঁদনী হাসিতে
শুধু নয় ললনা,চাই সবাইকে ভালোবাসতে
অবশেষে পাওয়া লাল হয়েছে লাল ধ্রুবতারা
লালে লাল করেছে এ দেশ  পৃথিবীজোড়া।

হেঁটেছি আমি সরষে ফুলবাগানের মাঝে,
উঠেছি যেন লাল সূর্যের সাঝে
অবশেষে পাওয়া শেষ হবে না কখনো
আকাশে মেঘ ভাসানো শেষ হবে না।