সময়ের সাথে মন পাল্টায়
কি থেকে কি যেন হয়ে যায়?
যাচ্ছে দিনের পৃষ্ঠা ঘুরে ঘুরে,
আসছে বছরের সুদিনের পর দুর্দিন
করোনায় এলো বন্দী জীবন।
ছোবলে আঘাতগ্রস্থ করোনার সুরে,
কতশত মানুষ অসহায় অকাতর
কান্নায় বিশ্ব বেদনাবেধুর।
সূর্য্যি নিভে এলে ক্ষনগননা,
নতশির হতে চায়না করোনা।
একি অভিমানী নাকি অভিশাপ বার্তা,
হতে চাই এর বিরুদ্ধে সংগ্রামী ত্রাতা।
যেদিন বিদায় নিবে অভিশাপ করোনা,
মিলবে আনন্দে বিশ্বের সব পাখির ডানা।
অট্রহাসি দিয়ে বলবে মনুষ্যজাতি
নাহি করেছি তোমার কাছে মাথানতি।