পাহাড়, ঝরনা সাক্ষী রেখে,
ছিলে তুমি আমার বুকে
আমার মাঝে থেকে হারিয়ে গেলে,
খুঁজি তোমাকে
পেয়ে গেলে তোমায় দেখবো চোখ খুলে।

অশান্ত এ ঝর যদি বয়ে যায়,
তোমার ছায়া খুঁজে পায়
সারা জগৎ ফেরে,
খুঁজি তোমাকে
তোমায় সারাজীবন রাখবো আপন ঘরে।

এ আমার জীবন-মরন পণ,
তোমায় ছাড়া অশান্ত সারাটা ক্ষন,
এ বাঁধন ছিঁড়ে যাবে না,
যখন খুঁজি তোমাকে
তোমায় ছাড়া শান্তির চোখ বুজে না।

সাগর কিনারে পাবে আমাকে,
ঢেউ হয়ে খুঁজি তোমাকে।
থাকতে পারবে না আড়ালে,
শান্তির চোখ বুজে যখন শান্তির হাত বাড়ালে।