যুগের বৈপ্লবিক পরিবর্তন হয়েছে
মানুষ মানুষকে গণহারে ঠকাচ্ছে
আধুনিকতার ছোঁয়ায় কালিমা লেগেছে
প্রেম-ভালোবাসায় ব্যাপক প্রতারনা বেঁধেছে
অতিষ্ঠ গরম চরমে উঠেছে
বিদুৎও দুষ্ট মিষ্ট খেলা খেলছে
সবই পাপের ফলে ঠেকেছে।
মানুষের প্রতি মানুষের মায়া কমেছে
পৃথিবী যেন ধ্বংসের পথে এসেছে
সবার ধৈর্য্য-শক্তিরও বাঁধ ভেঙ্গেছে
পারিবারিক বন্ধনে ছিন্নতা জুড়েছে
মারামারি-হানাহানি ছেয়ে গেছে
পদে পদে মানবিকতার ছেদ ঘটেছে।
দুর্নীতিতে এ ধরা ভরে গেছে
দাম্পত্য কলহ বেড়ে গেছে
চরমে প্রয়োজনীয় জিনিসের মূল্য বেড়েছে
সাথে মানুষেরও অহমিকা যেন বেড়েছে।
তীব্র গরমে সূর্যও জ্বলছে তীব্র তেজে
চন্দ্ররও সৌন্দর্য দিন দিন হারিয়ে যাচ্ছে
সমুদ্রে মাটিও তলিয়ে উজান গাঙে ভাসছে
অকস্মাৎ ঘটনায় মানুষও চরম মরছে
আকাশ-বাতাস কান্নার রোলেও ভারি হচ্ছে।
আর কতকাল রবো নিরবধি?
কবে হবে এসবের সমাপ্তি?
হারিয়ে যাবো এভাবেই যুগের বিচ্ছিন্ন পরিচ্ছেদে।