উপরে সবার চোখে পড়ে নীল দূরান্তের শূন্য
সেখানেতে থাকে দূর আকাশের মর্যাদা অক্ষুন্ন
দূর আকাশ পৃথিবীর একটা ধুম্রজাল
চারিদিকে কিছু কিছু সময় ঢাকা পড়ে নীলের আকাশ
আকাশ কবিদের কাছে যেন আবেগ প্রবনতা
                                            
দূর আকাশের নীল এক নতুন উদ্দাম
কালোকে বলা হয় ঝড়ের গুদ্দাম।

রাতের আকাশে ঐ দূর আকাশে তারার ঝিলমিল
    আকাশে চাঁদ ও সূর্যের আকর্ষণে
       জোয়ার-ভাটা খেলা করে
   সাদা মেঘের সাথে উরে যায় চিল
  কোকিলেরা অবিনাশী গান গেয়ে যায়
আর নদীর মাঝিও গান করে দরাজ কণ্ঠ ধরে।