দূরে ঐ পাহাড় মিশেছে মেঘের সাথে,
কিছুক্ষন পর বৃষ্টি নেমে আসবে।
বাড়ি যেতে দেরি হলো পথে,
আর বৃষ্টিতে ভিজে যাই,দেখি নাও ভাসবে।
আর অনাবিল হাওয়ায় ভাসবে এ গাঁও,
দুলিয়ে দুলিয়ে চলছে ঔ নাও।
বৃষ্টিতে ভিজে নদীনালা,খাল বিল একাকার,
এ প্রশান্তির হাওয়ায় দিয়েছি দৌড়।
যেখানে ছুটে যাই,সেখানে খুজে পাই বৃষ্টি,
দিন যায়,রাত্রি যায় বৃষ্টিতে ভিজে যায়।
প্রকৃতি সেজেছে অপরুপ মায়ায় এ অনাবিল সৃষ্টি,
কখন বৃষ্টি থামে আর ছাড়ে বোঝা বড় দায়।
আকাশ আছে গুমড়ে,তাইতো মেঘের কালো ঘনঘটা,
আবারো নামবে বৃষ্টি,আবারো জলে ভরাট থৈ থৈ।
মনকে প্রফুল্ল করতে নেমে যাই,আর বৃষ্টিতে ভিজে যাই,
পথের অলিগলি পেরিয়ে,তেপান্তরের অন্তের সীমানায়।