১)
যদি বলি মনের কথা, নিজ দেশেতে নিষেধ পাই
ভব্যদেশের সভ্যমোড়ল তখন আমার প্রাণের সই
বলবে তারা: বলুক কথা,হওনা উদার তোমরা সব
হামলা করে, মুখটি বেঁধে করবে না তো সব নিরব
আমরা দেখো দিচ্ছি সুজুক, বলছে কটু ধর্ম নিয়ে
মুসলমানে দিচ্ছে গালি বাঁচাই তাদের পাহারা দিয়ে
মনের কথা যেমন খুশী বলছে সবাই আমার দেশে
গুরু বলে সবক নিয়ে জলদি এসো আমার কাছে।
২)
বলছি তোমায় নাটেরগুরু মুক্তকথার নায়ক যত
তোমার দেশের ছাত্র যুবক হচ্ছে পিটাই ইচ্ছে মত
ছুরি বোমা ছাড়া সবাই জোট বেঁধেছে পথে পথে
বলছে তারা ন্যায়ের কথা খাতা-কলম নিয়ে হাতে
হুমকি দিয়ে বন্দি করে করছো তাদের কন্ঠরোধ
কথা বলার স্বাধীনতার এমন কেন আজব রুপ!
ভণ্ডামোতো মহা পাকা, ইবলিশেরা আয়ানা দেখো
দিগম্বরী এখন তুমি, মিথ্যা দিয়ে কেমনে ঢাকো!!