আমি এক বেলেল্লা বেল্লিক লম্পট
যত পাই তত খাই, চাই আরো সম্পদ
কাঁচা বা রান্না, লীলায়িত দেহ গোশ
নাইতো অরুচি মিললেই আমি খোশ।
মওকাতে গিলে ফেলি নদনদী প্লট বাড়ী
ব্যাংকের তহবিল সোনা টাকা সরকারী
হাতি তিমি যত খায়, আমি তার বহুগুণ
ফাঁদে পেলে দেশটা গিলে নেব বেমালুম।
লোকে বলে ছাগলে লাফ দেয় খুঁটি জোরে
আমি করি রাহাজানি গুরুদের ছাতা ধরে
জমজমে ধোয়া তারা নাম নিতে ভয় করে
হাটে হাড়ি ভাংগলেই সুফি সুফি ভাব ধরে।
খবরের খোলা হাট দুনিয়াটা চেনে জাত
জানতে বাকী নাই বেড়াতেই খায় ক্ষেত
ছোট বড় বোয়ালের মাথা করে কাটাকাটি
লুকানো যাচ্ছে কি কুমিরের চেহারাটি!!!