বাবার আমি খু-উ-ব আদুরে ছিলাম
যদিও মরহুম তিনি স্মৃতি লিখার আগেই
আমার কোন বাবাস্মৃতি নেই।
মা ছিল আনন্দ ভুবন, ভরসা ভালোবাসা
বেড়ে ওঠা এই বাউন্ডেলের অটল নোঙর
নাই মার স্মৃতিতে বারবার ডুব দেই।
জন্মেই এতিম, অনাথ হয়ে বোন ছিল নির্ভর
তাও ভেংগে খানখান, হানাদার কর্কট তস্কর
সংসার থর'মরু, মমতার মন্বন্তর।
জগতে যা কিছু আছে, তুচ্ছ ভাইয়ের কাছে
মা-এর শিক্ষা ছিল তাই, ভিন্নতা বাস্তবে পাই
ধন নিয়ে ঝনাঝন,আইনের হুংকার।
জায়া, কণ্যা পুত্র, হৃদয়ের ধন, চোখের মণি
উদয়াস্ত ঝরেছে ঘাম, চেয়ছি কল্যাণ দিবাযামী
বার্ধক্যে বিনিময় তীর অবজ্ঞার।
মানুষের কাছে চাইনা ভালোবাসা, যারা বদলায়
সৃষ্টির কাছেও নয়, ওরা তো ধোকা দেয়, নয় মরে
অবিনশ্বর যিনি, সেথায় সমর্পণ।
ক্ষমাতে ক্লান্ত নন যিনি শক্তি সম্পদে অফুরান
দয়ার আধার তিনি, নয় বঞ্চিত সুজন বা কূজন
ভালোবাসা পাওয়া তাঁর, পরম অর্জন।