ডাক দিয়ে যাই, শোন সবাই
বছর ঘুরে আসলোরে ভাই
হৃদয়টাকে ধবল ধোলাই
পাপ জ্বালিয়ে করতে সাফাই।
দয়া ক্ষমার মাস যে আহা
স্বাগতম শুভেচ্ছা মারহাবা।
হেলায় গেছে অ-নে-ক বছর
আড্ডা ঘুমে গেছে ফজর
রেস্তোরাতে গোপন আহার
নিষিদ্ধ সব কাজের বহর।
করিনি সেই মাসের কদর
জীবন শেষ? ডাকছে কবর!
রমজানের ঐ চাঁদ উঠেছে
ক্ষমা দয়ার মাস এসেছে
রাখো রোজা রব উঠেছে
জান্নাতের সব দ্বার খুলেছে।
লোভ লালসা ছাড়ো এখন
করো আমল থাকতে জীবন।
মুসলমানে ডাক দিয়ে যাই
খেয়াল করো জাগো সবাই
একের বদল সাতশো পাবে
আজাব থেকে নাজাত হবে।
হয়তো সুজুক আর পাবেনা
বদলে যাবে এই ঠিকানা।