পর্দা পিছে জমছে আসর
টংকা নিয়ে বিবেক কবর
পাপের যত দরজা খুলে
হচ্ছে দানব আংগুল ফুলে
মামদোবাজীর হাট জমেছে
আঁধার ঘন রাত নেমেছে।

পাপের এমন ভরা কাটাল
তিতুমীরদের বড়ই আকাল
তবু কি কেউ ধরবে না হাল
ছিঁড়ে নিগড় জ্বালবে মশাল
সিংহ হয়ে করবে লড়াই
জীবন যাবে শংকাটা নাই।

ছোট্ট গাজায় লড়ছে সবাই
কঠিন শপথ মুক্তি যে চায়
রক্ত দিবে আপোষে নাই।
তোমার তো ভাই দেশটা বড়
কিসের ভয়ে নেতিয়ে পড়
চোখটি বুজে ঘুমিয়ে থাকো?

ঈশানকোণে মেঘ জমেছে
মোড়ল যত ফাঁদ পেতেছে
জগৎশেঠ ফের জেগেছে।
সময় এখন নয়ন মেলার
ত্রিশ লাখের সঙ্গী হওয়ার
মুক্তি-অধীন বেছে নেবার।
★★★★★★★★★★