গ্রাজুয়েট।

দিনে দিনে বাড়ে টাকা, হয়েছি ডন
মিলেমিশে পাশ করি ভুয়া যত ঋণ
লুটপাটে যেন হাট - করে যত সাধু
টাকা যায় কত দেশে, নাম থাকে-যদু।
টাকাকড়ি তেজপাতা হাতে প্রশাসন
করি আইন ভংগী ফের চায় যদি মন।

পোষ্ট গ্রাজুয়েট।

ডিসগাস্টিং, মানুষ কেন এত বেশী
অল রাবিশ - গরীবের দল রাশিরাশি
কান্ট্রিটা টোটালি হেল, ন্যাষ্টি পরিবেশ
ওয়েদার পলিউশনে শরীর-স্বাস্থ্য শেষ
ডোন্ট লাইক দিস্ দেশ চলে যাই হোথা
হারামের কালোটাকা জমা আছে যেথা।

থিসিস।

সিনা টান দেই হাঁক জাতে খান্দানী
মেনে নাও বুঝে নাও খুব ধনী আমি
দান করি, ত্রাণ দেই দানবীর বলে
আসলেতে লুটবাজ মুখোশের তলে
ভিনদেশে বড় হবে মোর পোলাপান
শেখ আর সৈয়দে শুরু হবে নাম।