মনটা ভালো নেই রাগে করি আইঢাই
বায়নার খেলনা বাবা যে আনে নাই
সংসার অভাবের তাল-মিলে গোলমাল
বাবা মা দিন মান করে শুধু শোরগোল
ঘরে নাই শান্তি  সুখ আর খাওয়াদাওয়া
তাইতো ইট হাতে মিছিলে মিলে যাওয়া।

ছাত্ররা চায় জোরে নিজ নিজ অধিকার
হেলমেট দলে এসে করে দেয় ছারখার
গুলিতে ছেঁদা হয় খুলি বুক সারা গায়ে
লাশ পড়ে তরুণের লালে লাল  রাজপথে।
টোকাইয়ের নামধারী ঝাঁপ দেই সংগ্রামে
পাথরের প্রতিরোধে যোগ দেই প্রাণপণে।

গদি তোর এত দামী খুন খুনে টেকাবি?
গুলি করে যুবা মেরে তখতটা রাঙাবি?
অধিকার চাইলেই খুনিয়ারা জান নিবে?
কত চাই, আসলাম "পথশিশু খুন দিবে"!!