আমি এক বাঁশের বাঁশী
মূল থেকে নাড়ী কাটা
কারিগরি হাতে ছাঁটা
জীবনের রঙ মাখা
শিল্পীর ঠোঁটে থাকা
বিষাদের কথা বলা  
হাতিয়ার অবিনাশী।

বুকের কষ্ট নিশ্বাসে ঢেলে
বাতাশ কাঁপিয়ে ছন্দ তুলে
না বলা কথা সুর দিয়ে বলে
কাঁদাই মানুষ কতই না ছলে।


হাসিকান্নার এ জীবন শেষে
কেটেছে কেলীতে বা ক্লেশে
এইবার যাব মূলে, যাব চলে
ঐ ডাকে - ফিরে এসো বলে
এসো অনন্ত অবিনাশী মূলে
যাবই, যাব চলে, যাব চলে
জীবন যে মরনেরই সুর তোলে।