দয়া আর উদারতা, বিনয়, উপকার
পরহিত মূলকথা, ইহসান নাম তার
সৃষ্টিকে ভালোবাসো স্রষ্টার টানে
ইহসান বিনিময়ে ইসসান আনে।
বিনয়ে নত হও বাবা-মার পদতলে
সাধ্যের সবটুকু দিয়ে দাও মন খুলে
দুনিয়া, পরলোকে নিশ্চিত মহীয়ান
সেই গুণে পেয়ে যাবে অযুত কল্যান
ইহসান করো যদি, বিনিময় ইহসান।
উপকার করে যাও জাত পাত বাধা নয়
বৃথা নয় সেই কাজ, বেড়ে গিয়ে বহু হয়
আখেরাতে জমা থাকে সম্পদ অক্ষয়
ইহসান বিনিময় সেই ছাড়া কিছু নয়।
যাতনায়, অবিচারে কত মন খানখান
মানবের শত ব্যাথা- যাও ছুটে মেলে প্রাণ
করুনার খোল ছাতা বুকে নিয়ে ভালোবাসা
প্রবোধের মিঠা বুলি, দাও তাকে কিছু আশা
দান করো, ধ্যান করো, বুকে রাখো ইহসান।
স্রষ্টাকে ভালোবেসে, সৃষ্টির পাশে এসে
মিশে যাও এক হয়ে নাম যশ ভুলে গিয়ে
দান করো, সেবা দাও, যাও করে ইহসান
জেনে রাখো, ইহসান বিনিময় শুধুই ইহসান
হাল জা-জাউল ইহসানি, ইল্লাল ইহসান!!