১)
ভুলের ফুলে ভুলিয়েছিলে, স্মৃতি মুছেনি
অংক ফাঁদে হয়েছি বোকা বুঝতে পারিনি
ঘরের বিবাদে পরের ধুঁয়া, তলিয়ে দেখিনি
হুজুগে বাংগাল ক্রুদ্ধ ছিলাম হিসাব করিনি
লড়াইটা ছিল বাঁধন কেটে প্রিয় স্বাধীনতার
বিপদে বাহুডোর তোমার ভেবেছি মমতার
ভয়ের ঢেউয়ে ছুটেছি সারিতে ছিল আশ্বাস
সমব্যথী নয়, ঘোমটায় ছিল মতলবী রাক্ষস।

২)
রক্তধোয়া নিশান শুধু আছে প্রাণের ছন্দ নেই
চানক্য চাল চায় চাপাতে গ্লানির জোয়াল সেই
পলশীর পর উদিত বরুণে শকুনের পাখসাট
লালসবুজে পরাতে শেকল হায়েনারা একজোট
মীরমদন আর মোহনলালের জাগার সময় আজ
নুরমোহাম্মদ কামাল হামিদুর পরে নাও রণসাজ
জগতশেঠের  ছলনার জাল জ্বালাও রুদ্ররোষে
নয় আর হার, সময় জেতার লিখ নাম ইতিহাসে।