জগতটা খোলামেলা মাপে বড় মাঠ
কন্দর কোটর তাতে জুলুমের ফাঁদ
রেফারিরা হাতে বাঁশী সার্কাস চালায়
নাচিয়ে দেশ-জাতি ডুবায় বা ভাসায়।

মন নাচে বীণ বাজে যখন যেমন
দুরাচার ভ্রষ্ট করে ন্যায়ের বোধন
শাসনের যাঁতাকলে অবিচার শত
ভোগ আর লুটপাটে দিবাযামী রত।

ভূলোকের চেংগীজ ভাবে সে অজর
চাবুক আর কূটছলে থাকবে প্রবল
ভবনাতে থাকেনা - সাগরও শুকায়
জ্বলজ্বল মার্তন্ড যে, সেও নিভে যায়।

এই খেলা খেলা নয় আরো খেলা আছে
জুলুমের শোধ হবে তিল তিল কষে।