সব কটা বন্ধ দরজা খুলে দাও
ঈশ্বর সেজে বসা ফেরাউনী মহলের
ক্ষমতার গর্বে উন্মাদ নমরুদ আস্তানার
ইয়াজিদের পাপাচারে পঙ্কিল প্রাসাদের  
ঘষেটি বেগমের কুট কুচক্রি বালাখানার।
ওরা ধেয়ে আসছে, বিজয়ের দীপ্তি নিয়ে
ওরা আসবে আইলার অদম্য তরংগ হয়ে
আবু সায়িদদের রক্তে আঁকা বিপ্লবী পথে।

খুলে দাও খুলে রাখো যত বন্ধ কপাট
চৌদ্দ শিকে গড়া যত যুলুমের ইমারত
নত হয়ে যাও জনতার ক্রোধ মশালে
সময় কঠিন, বারুদে বারুদে একাকার
ভাই হারা বোন পিতা হারা শিশু দুখিনী মা।
নিস্তার আছে কি স্বৈরাচারের অনুচর যত
অনুতাপ করো, ক্ষমা চাও, শুধরে যাও
এই-ই শেষ বার, নয় কোন দিন  আরবার।

ডাকছো এখন মধুর স্বরে আপোষের তরে!!
হায় রে ডাকিনী  জলোচ্ছ্বাস ধেয়ে আসে
সংলাপে নয়, নয় পণ্য সেজে, নয় আপোষে
অমোঘ নিয়মে নিয়তির মত পাপ ধুয়ে দিতে।