উচ্ছল প্রাণের গ্রামটা ঝিমিয়ে ছিল
সবাই থেমে গেছে, শান্তই যেন সব
খুঁতখুঁতে দোষ ধরা বদেরাও যেন শব
নাই দাবীদাওয়া, নয় হইচই  হট্টগোল
ঠিকঠাক অনুগত ভেড়ার দংগল।

আগে-পিছে কাছাখুলে ঝান্ডা ওড়ায়
বাহাবার ম্যারাথনে মোসাহেব যত সং
রাশভারী, চুনোপুটি খুঁটি ধরে গুটিগুটি
শতকোটি লুটপাটে দিচ্ছিল মন।
ফাঁকা মাঠ রাজপথ নেই কোন বেয়াদব
কায়দাতে আদমেরা হয়ে গেছে সাইজ
মোড়লে খুব খুশী, আরো বেশী পারিষদ
বাড়া ভাতে ছাই দিতে নাই কেউ আজ।

সহসা একি হলো পুঁচকেরা ক্ষেপে গেল
ভেস্তে যায় যেন সাজানো বাগান
তারা সব নির্ভয় দৃঢ মন, গুনতিতে অগনন
সাইজ করা আদমে পাচ্ছেনা ভয়
নাতিপুতি ওরা, তাজা প্রাণ দিচ্ছে অকাতর
ইতিহাস বলে, রক্তেই আসে জয়
গ্রামটা বেশ বড়ই, অনেক মানুষে ভরপুর
আঠারো কোটিতে টইটম্বুর।