ও দিদি দরদ দিদি ঘটিওয়ালী
ও দিদি ফাটা চপ্পল মিঠা বুলি
গদী তোমার হচ্ছে নাকি টলোমলো
ভেলকিবাজির বুলি দিয়ে তাই সামালো?

ভেন্দুপাঁঠা "ব্যা" করাতে চোট খেয়েছ?
হল্লা করে নামিয়ে দেবে ভয় পেয়েছ!
তাতেই বুঝি বাংলাদেশের গীত গেয়েছ?
শান্তি দলের মোয়া দেওয়ার ভান করেছ!

ভেন্দু ছিল আগে তোমার দিলকা ইয়ার
ঝগড়া লড়াই সে-সব  রাখো সীমা ওপার
আমার দেশের মামলা নিয়ে ঘোঁট পাকালে
চোর হাসিনার দাওয়াই যাবে তৃণমূলে।