নিরাশ যৌবন হতাশ জীবন "দেশে কিছু নাই"
মরিচিকা ডাকে দূরদেশ থেকে, বাস্তব লুকায়
মনের কুহকী কুহু সুরে বলে, ঐ বিত্তের রাশ
চলো, কামনার যত অধরা তনু পাবে বাহুপাশ
হৃদয়ে লুকানো হুর-গেলমানেই ঘটে সর্বনাশ।
দেশ ছাড়ে ওরা, উন্মাদ রথের হয় সওয়ারী
সারথি তাদের মানবাকারের আদমবেপারি
কাফেলা চলে জংগল হয়ে, চলার পথ নয়
দিন যত যায় কমে সংখায়, যাত্রীর হয় ক্ষয়
স্বপ্ন যাত্রায় অদম্য প্রাণ বাকী থাকে যারা
অসম্ভবে করতে অবজ্ঞা সাগরে ভাসে তারা
নিঠুর দরিয়ায় উত্তাল ঢেউয়ে করে আলিংগন
ভাংগে হাল ছিঁড়ে পাল,স্বপ্নতরি হয় খানখান
শেষ পরিণাম মিডিয়াতে নাম ছাপে একদিন
ডুবে মরে যায় দরিয়াতে হায়, স্বপ্নের হয় লীন।