হেই বায়ান্ন খুব খেয়াল।
আঠারো কোটির প্রাণের খামারে
বিভেদে ভাংগা বেড়ার ফোকরে
ছুঁচালো মুখের মতলবী শেয়াল
জোয়ান ভাহে, খুব খেয়াল খুব খেয়াল।
হেই একাত্তর খুব খেয়াল।
ভ্রাতৃ দ্বন্দের সেই সে মওকায়
মিষ্টি কথার ফোয়ারা নাচায়
হায়েনা ঢুকেছে বাথানের ঠাঁই
ছাত্র জনতা, খুব খেয়াল খুব খেয়াল।
নব্বই স্মৃতি, খুব খেয়াল।
প্রাণের দোস্তির ঝান্ডা উড়িয়ে
জগত শেঠের পোষাক পরিয়ে
কুসুম সরিয়ে খোল রেখে যায়
কৃষক জনতা, খুব খেয়াল খুব খেয়াল।
অদম্য স্বাধীন খুব খেয়াল।
লুটেরা ক্লাইভ ধরেছিল হাল
সেদিন পলাশী দিয়েছিল ছাড়
গোলামীতে তাই দুইশত পার
বাংলাদেশ আমার, খুব খেয়াল খুব খেয়াল।