বৈষম্যহীনের বাজারটা বেশ চড়া
দেয়ালে দেয়ালে শ্লোগানের ঢেউ
সুরুচির শব্দটা চর্বিত চর্বণে আধমরা
ধান্দাবাজের হাতে গেছে, বলেনা কেউ।
চাকুরী, কেনাকাটা বা মেজ্জানে খাওয়া
ধরা থেকে সরা, সমতা সে কোথায় পাই
বৈষম্যহীন নয় মা'য়ের নিখাদ ভালোবাসা
ছোটুটার টানে বাটখারা হেলে চলে যায়।
দুই তিন ছয়ের যে ছই, তাতেই সমতা কই
বাক্যে বিবেকে কর্মে ন্যায়ের খুব আকাল
আগে নিজে নিজ ঘরে সমতার সারথি হই
জন্মভূমিতে আনো সমতার অরুণ সকাল।