রাত দুপুরে কাগজ ধরে
পাইকারীতে ছাপ্পা মেরে
নিয়মনীতি দাফন করে
বুক ফুলিয়ে বাকসো ভরে
আসীন এখন কানুন ঘরে।
পাড়ার ভাইয়ের ধান্দা রথে
কিশোর কালে কালোর পথে
ছিলাম তাদের কুকাম সাথী
জেনে গেছি কোন সে রীতি
মাল কামানোই আসল নীতি।
সেই আমি আজ ঘুরাই ছড়ি
দেশ চালানোর বৈঠাধারী
দাপিয়ে চলি দমকা তালে
দেশ জনতার শ্লোক বলে
বোয়াল সুরত মুখোশ তলে।
আমায় নিয়ে স্লোগান মিছিল
খেতাব দিয়ে কর্ম হাসিল
বাহির আমার পালিশ মারা
আসল ভিতর কয়লা কালা
দিলেও ধোলাই হয়না সাদা।