টক।

টকশো টক নয় মচমচে স্বাদ
বিদ্যার গদাধর বসে একসাথ
বিপ্লবী নীতিকথা চলে হরদম
ক্যামেরার বাইরে চলে দরদাম
ধর্মের ভেক ধরে কত মহাজন
ধান্দা হলে দেয় খেমটা নাচন।

মধু।

সিরিয়াল তোলে পাল যাদুর খোপে
বউ ঝি শাশুড়ী সব নেশায় মাতে
দীক্ষা দেয় সেথা বিভেদের বাণী
সংসার আকাশে কালোমেঘ শনি
মধু জেনে বিষ তারা আকন্ঠ গিলে
ছারখার সংসার অনলে জ্বলে।

বিষ।

ছোট সব পোষাকে নারী আধুনিকা
মিছে ঐ আবরণে ধিকিধিকি শিখা
ঘ্রাণে ভোজন কারো নয়নে ধর্ষণ
দিনেমানে রোমিওতে বস্ত্রের হরণ
হেলদোল নাই কিছু শত অনাচারে
জেন্ডার সমতার বড়াই চরাচরে।