জগতের সুরলোক পরিচয়ে লেখা
আজ তাতে ধিকিধিকি অশান্তির রেখা
বিক্রম বিত্ত বৈভব, সকলি যে বিফল
সময়ের হয়েছে বদল বুঝ কি মোড়ল!


মুক্তির বাতিঘর তকমা কপালে
আসলেতো দশানন পর্দার আড়ালে
কত প্রাণ অবিরাম দিয়েছো বিনাশে
সেই ধারা চলমান আছে নয়া বেশে।

জায়নের লাঠিয়াল তোমার পরিচয়
জেনারেশন-জে তাতে আর রাজী নয়
তারুণ্যের সুনামিতে প্লাবন  দিকে দিকে
জেগে ওঠা দাবানলে সংঘাত ডাকে।

শার্দূল আভরণে চর্চিত হে গিধড়
তোমার বিনাশ শিয়রে, গুনিছে প্রহর।