পুরান দিনের আতসকাঁচে ছানি পড়ে
কলিযুগের হিসাবকাঁটা উল্টো ঘুরে
মন্দ ভালোর বাটখারা সব গুদামঘরে
সমাজ নামের পাহারাওলা ধুঁকছে রোগে
দেখছে না তো,পাপ কালিমার জোয়ার চলে!
একটা সময় ছিল অনেক কড়াকড়ি
আজান হলেই ঘরে ঢুকার খবরদারি
পড়ে নামাজ খাতা বইয়ের তাঁবেদারি
বাইরে গেলে ফেরার সময় থাকতো বাঁধা
যাব কোথা, সংগে কারা, আরো কত চিন্তা কথা।
মুক্ত এখন ছেলেমেয়ে, খবরদারী চাংগে
আসা যাওয়া মেলামেশা চলে বড়ই রংগে
কষ্ট পড়ার নাইতো এখন পাশটা বড় সোজা
প্রশ্নফাঁসের এই যুগেতে, টাকা দিলেই রাজা
ভালো পাশের থাকে দলিল, ফাঁকা জ্ঞানের খাতা।