আঁতুড়ঘরে কষ্টের মেঘ
ভিতরে তাঁদের সাদা পোষাক
বাহির দরজায় সমব্যথী যত মুখ
ভয়,উদ্বেগ আর ভালোবাসায় উন্মুখ
একজন আসার আশায় অন্তর ধুকপুক।

সে এলো ভেশে অবশেষে
কষ্টছুরি মিছিরি হয়ে হাসে
শিশুর কান্না খুশীর সুরেতে বাজে
থেমে থেমে নয়, টানা রৈ রৈ রবে
আনন্দের বেলুন ফাটে- ছেলে হয়েছে।

গর্ভধারিনীর চেহারায় জ্যোতি
ছেলে সন্তান যে বংশের বাতি
পিতার বক্ষে বৃষতৃপ্তির অনুভুতি
স্বস্তির শ্বাসে কণ্যাদায়ের নানা নানি
বোবাকান্না জায়ের বুকে, তিনকণ্যার জননী।