সভ্য জগত হায়া ছাড়া
নেংটা কেন এই!
দাতা রাজার পোষাক ছিল
সে সব গেল কই?
চামড়া সাদা আদম পেলে
বস্তা খুলে ঢালো
ফিলিস্তিনে চলছে প্রলয়
ঠুলি চোখে পরো?
রক্ত শিশুর বানিয়ে শরাব
জায়নবাদী খায়
তোমরা মিলে জোগাও রসদ
ভাবো ক্রুসেড তায়।
বিবেক তোমার বর্গা গেছে
ইবলিশেরই হাতে
কুকুর দাঁত আর শকুন নখর
সাফ দেখা যায় তাতে।
সাধু সাজার, সভ্য হওয়ার
নকশা যতই কর্
দেশে দেশে উঠছে শ্লোগান
" ইয়াঙ্কি বৃটিশ মর্ "।