এ সইবার নয়
এ মানবার নয়
এ ভুলবার নয়
এই নিপীড়ন, হিংসার হীন বিচ্ছুরণ
সারমেয় দংশন, হিংস্র উন্মাদ বুক্কন
লাঞ্চিত ভাইবোন, বুলেটবিদ্ধ যৌবন
একাত্তর এসেছে ফিরে? এ কার বাঁধন?
হে স্বদেশ স্বৈরাচার তোমায় করিছে শাসন।

তাই যদি হয়
কেন আর ভয়
আর কেন সংশয়
হে  তারুণ্য রোধ করো শৃগালের  হাঁক
মুষ্টি দৃঢ করো কাঁধে কাঁধ এক হয়ে যাক
মাথা উঁচু পথে নামো, কলম লাঠি হয়ে থাক
রক্তের রঙে রাজপথে জ্বালাও মুক্তির শিখা
পলায়ন নয় তিতুমীর হও,রবে ইতিহাসে লেখা।