মেধাবী বাংলাদেশ সমতার দাবীতে উত্তাল
খালি হাত, বুকের দরজাটা হাট করে খোলা
নিরুপায় গুলি উত্তাল তরংগ ভেদ করে যায়
রেকাবি ভরে আসে রক্তে রঙিন শুভ্র গোলাপ
বারুদের বিষে নিষ্প্রাণ, তবে সৌরভ আছে
ত্যাগের অনন্য খুশবু, সাহসের তাজা বারুদ।
ওরা দেশের ছিল, মা এর ছিল, ছিল তরুণ যুবা
সময় যাবে, দুনিয়া বৃদ্ধ হবে সময়ের খরশ্রোতে
গণ অভুত্থানের বীর সারথি, ওরা চির তরুণ রবে
মরনের মাঝে অমর হয়ে,জালিমের দূর্গ ধ্বসিয়ে
সমতার শিঙ্গা তুলে, বন্দী জাতির শেকল নাড়িয়ে
সাক্ষী জুলাই, গণঅভুত্থানে জাগ্রত বাংলাদেশ।
মায়ের চোখের আশ্রু ঝরে কি, যে হারিয়েছ ধন
লাশ কাঁধে লাঠিহারা বাবা, আধারে ছাওয়া মন
স্নেহের আকর ভাই হারা বোন, কেঁদোনা শোকে
শার্দূল যুবা আম জনতা নয় নয় হতাশা বুকে।
জ্বেলেছে শিখা শহীদ যুবা, দাবানল করো তাকে
ছিন্ন করো চাণক্যজাল দেশ গড়ো সমতার সাথে
কভু নয় মার্সিয়া ক্রন্দন, নয় আর জালিমের ভয়
মায়ের শুন্য বুকেতে ফিরাও চুরি হওয়া স্বাধীনতা।